করোনা আতঙ্কের মধ্যে ভেনিসের খালে ডলফিন!
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মার্চ ২০২০, ০৮:১৪
করোনার ধাক্কায় মৃত্যুমিছিল ইতালিতে। বিপদ মোকাবিলায় লক ডাউন গোটা দেশ। ভেনিস শহরের খালগুলোতে নৌকাবিহারের চেনা ছবি উধাও। নেই পর্যটকদের দাপাদাপি। অবরুদ্ধ শহরের এই চিত্রের মধ্যেই সুখবর পরিবেশ প্রেমীদের কাছে। ভেনিসের খালগুলোতে ঘুরে বেড়াচ্ছে ডলফিন। খালগুলো পানি শান্ত ও পরিচ্ছন্ন হয়ে পড়াতে সেখানে ডলফিনের দল ঢুকে পড়েছে বলে পরিবেশবিদ রা মনে করছেন।
সাধারণত ভেনিস শহরটি পর্যটকে ঠাসা থাকে। শহরের খালগুলোতে দাপিয়ে বেড়ায় পর্যটকে বোঝাই নৌকা। কিন্তু এখন তার ছিটেফোঁটা নেই। এই অবস্থায় ভেনিসের খালগুলোর পরিছন্ন পানি ও সেখানে ঢুকে আসা ডলফিনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দেশে মৃত্যুমিছিল চলছে ঠিকই। কিন্তু ভেনিসের খালে ডলফিন ঘুরে বেড়ানোর এই ছবি পরিবেশ প্রেমীদের মনে আশা জাগিয়েছে। ভেনিসের মেয়রের দপ্তরে থেকে বলা হয়েছে, খালগুলোর জল এখন পরিছন্ন দেখাচ্ছে ঠিক। কিন্তু পানির গুণগত মানের বিশাল উন্নতি হয়েছে বলা যাবে না। নৌকা চলাচল কম হচ্ছে বলে পানি পরিছন্ন দেখাচ্ছে। কারণ কাদামটি নিচে থিতিয়ে যাচ্ছে। নৌকা চলাচল কম হওয়ায় পানি আর আগের মতো ঘোলা হচ্ছে না। তবে খালগুলোতে নৌকা অনেক কম থাকায় বায়ুদূষণ কমেছে।
সূত্র : বর্তমান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা