বাংলাদেশকে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিলো ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মার্চ ২০২০, ১৬:১৫
বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার বেলা ১২টায় বেনাপোল পেট্রাপোল ক্যাম্প থেকে কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো হস্তান্তর করেন।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্বিতীয় চালানের ১০টি কুকুর বাংলাদেশে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান কুকুরগুলো গ্রহণ করে জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো মাদক ও অপরাধী শনাক্ত করতে সক্ষম।
প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে প্রথম চালানে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা