২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মহিষের বিশ্বরেকর্ড!

মহিষের বিশ্বরেকর্ড! - ছবি : সংগ্রহ

সরস্বতীর বিশ্ব রেকর্ড! এই সরস্বতী একটি আস্ত মহিষ। কিন্তু কীভাবে এই রেকর্ড গড়ল লুধিয়ানার জাগরাও-এর ওই মহিষটি? বয়স মাত্র ৭ বছর। এরই মধ্যে খ্যাতির শিখরে। রেকর্ড করবে নাই বা কেন? ঘটনা হলো– সম্প্রতি লুধিয়ানার জাগরাও-তে তিন দিন ব্যাপী একটি প্রোগ্রেসিভ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনস ইন্টারন্যাশনাল ডেয়ারি অ্যান্ড এগ্রি এক্সপো-র আয়োজন করা হয়। সেখানে সরস্বতী দুধ দিয়েছে ৩২.০৬৬ কিলোগ্রাম!

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দলজিৎ সিং সদরপুরা জানিয়েছেন, সরস্বতী প্রতিদিন গড়ে ৩২.০৬৬ কিলোগ্রাম দুধ দিয়েছে। ২০১৮-র নভেম্বরে পাকিস্তানের ফয়সলাবাদে মুরাহ মহিষের রেকর্ড ভেঙেছে সরস্বতী। ভ্রুণ বিক্রি করে ওর মালিক ভালো আয় করতে পারবেন।’

অন্যদিকে সরস্বতীর রেকর্ড গড়ায় আনন্দে আত্মহারা তার মালিক লিতানির বাসিন্দা সুখবীর ধন্দা। তিনি বলেন, শুধু আমার জন্য নয়। দেশের জন্যও খুবই গর্বের। এরজন্য পুরো কৃতিত্বের দাবিদার আমার মা কাইলো দেবী। কারণ তিনিই সরস্বতীর দেখভাল করে।’

সরস্বতীকে কিনতে এখন লাইন পড়েছে বহু ক্রেতার। দর উঠেছে ৫১ লক্ষ টাকা।
সূত্র : পূবের কলম


আরো সংবাদ



premium cement