পানিতে ডুব দিতেই হিস হিসিয়ে উঠলো বিশালাকার সাপ! (ভিডিওসহ)
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৩, আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১
পানির নিচের পৃথিবীটা তার চেনা। অভিজ্ঞতা অনেক দিনের। তাই ব্রাজিলের ফরমোসো নদীতে ডাইভ করার জন্য ঝাঁপ দেন তিনি। ঝাঁপ দেয়ার এক মুহূর্ত আগেও ভাবেননি, কী অপেক্ষা করছিল তার জন্য!
ঘটনা গত জুলাই মাসের। ফরমোসো নদীতে ডাইভ করতে নামেন বার্টোলোমিয়া বোভ। পেশায় একজন ডাইভার। তিনি যখন নদীর তলদেশের পৃথিবীটা সাঁতরে সাঁতরে দেখছিলেন, হঠাৎ তিনি দেখতে পান বিশালাকার একটি সাপ তার দিকে ধেঁয়ে আসছে!
না, আতঙ্কিত হননি বোভ। শান্তভাবে ক্যামেরায় বন্দি করেছে বিশালাকার এনাকন্ডা সাপটিকে। এটি দৈর্ঘ্যে ছিল ২৩ ফুট! আর ওজন ছিল দুই শ' পাউন্ড।
এক পর্যায়ে এনাকন্ডাটি বোভের মুখের কাছে চলে আসে! কিন্তু তাকে আক্রমণ করেনি। ক্যামেরার সামনে এসে হিস হিসিয়ে আবার চলে যায়।
ভয়ঙ্কর এই পরিস্থিতি উপভোগ করেছেন বোভ। তবে অন্য কেউ হলে নির্ঘাত ভয়ে মারা যেতেন।
দেখুন ভিডিওতে-
-ডেইলি মেইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা