২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিংহের সামনে বাহাদুরি দেখাতে গিয়ে প্রাণই গেল

সিংহের সামনে বাহাদুরি দেখাতে গিয়ে প্রাণই গেল - ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যে চিড়িয়াখানায় সিংহের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
রোববার লোকটি ছত্রবীর চিড়িয়াখানার ২০ ফুট দেয়াল টপকে ভেতরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। এ সময় সিংহটি তাকে হামলা করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
লোকটির চিৎকার শুনে চিড়িয়াখানার স্টাফরা তাকে রক্ষার চেষ্টা করে।

রাজ্যের বন বিভাগের কর্মকর্তা রোশান সুঙ্কারিয়া বলেন, ‘তিনি চিড়িয়াখানায় অনুপ্রবেশ করেছিলেন। আমরা সিংহের কবল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি মারা যান।’
যে পশুটি লোকটিকে হামলা করেছিল সেটি ছিল একটি এশিয়াটিক সিংহ। বিপন্ন প্রজাতির সিংহটিই পর্যটকদের মূল আকর্ষণ।

বিশ্বে এই প্রজাতির মাত্র ৫ শটি’র মতো সিংহ আছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এগুলোর বাস।
এখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ লোকটির পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেনি।


আরো সংবাদ



premium cement