১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

দ্রুততম সময়ে মানিক মিয়া এভিনিউতে আন্ডারপাস নির্মাণে সংসদ কমিটির সুপারিশ

দ্রুততম সময়ে মানিক মিয়া এভিনিউতে আন্ডারপাস নির্মাণে সংসদ কমিটির সুপারিশ - ছবি : সংগৃহীত

ন্যাম ভবনের জমি ব্যবহার করে দ্রুততম সময়ে মানিক মিয়া এভিনিউতে আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংসদ কমিটি।

এ লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে আহ্বায়ক করে কাজী নাবিল আহমেদ ও এস.এম শাহজাদাকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম, আশেক উল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, খাদিজাতুল আনোয়ার, এস. এম. শাহজাদা, সাজ্জাদুল হাসান ও এ কে এম মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনসমূহের ভাড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি রাজধানী উচ্চ বিদ্যালয়ে গাড়ির হাট না বসাতে এবং স্কুল কার্যক্রমের বাইরে কোনো অনুষ্ঠান করতে হলে জাতীয় সংসদের নিরাপত্তা শাখার সুপারিশক্রমে আয়োজন করার জন্য বলা হয়েছে।

বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গণপূর্ত অধিদফতর, স্থাপত্য অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement