২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়াসহ ৯ দফা দাবি সাংবাদিকদের

বিএফইউজের নির্বাহী কমিটির সভা - ছবি : সংগৃহীত

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্য দাবিগুলো হলো-
২. অবিলম্বে বন্ধ গণমাধ্যম খুলে দেয়া।
৩. গণমাধ্যম প্রতিষ্ঠানে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ দ্রুত কার্যকর করা।
৪. গণমাধ্যম ও সাংবাদিক সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বিএফইউজে নেতাদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ।
৫. সাংবাদিক দম্পতি সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার।
৬. গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা প্রদান এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিল।
৭. অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ।
৮. রুহুল আমীন গাজী, মাহমুদুর রহমান, শফিক রেহমান, মাহফুজ আনাম, মতিউর রহমান, আবুল আসাদ, রোজিনা ইসলামসহ সাংবাদিকদের বিরুদ্ধে পতিত সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার।
৯. বিভিন্ন হত্যা মামলায় সাংবাদিকদের গণহারে আসামি করা বন্ধ করা।

বিএফইউজের নির্বাহী কমিটির সভায় দেশের সার্বিক অবস্থা এবং গণমাধ্যম পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক ইউনিয়ন নেতারা বিশদ আলোচনা করেন।

সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ডিইউজে-বিএফইউজে সর্বাত্মক সংগ্রামে পাঁচজন সাংবাদিক নিহত ও ২০০ জন আহত হয়েছে। বৈষম্যমুক্ত দেশ গঠনে সাংবাদিকদের অবদান অনেক হলেও রাষ্ট্র সংস্কারে যথাযথ অন্তর্ভূক্তি করা হয়নি। সাংবাদিকদের মধ্যে বিভেদ তৈরির ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি একেএম মহসিন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি খায়রুল বাশার, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সহকারী মহাসচিব বাছির জামাল, সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য শাহীন হাসনাত, নির্বাহী সদস্য মোদাব্বের হোসেন, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, নির্বাহী সদস্য অপর্ণা রায়, নির্বাহী সম্পাদক আবু হানিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দফতর সম্পাদক আবু বকর,

এ সময় আরো বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল আওয়াল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আক্রামুজ্জামান,ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সাইফুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএফইউজে'র নির্বাহী সদস্য আবদুর রাজ্জাক বাচ্চু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলীল ভূঁইয়া, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিএমএ আশেকউল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভপাতি এইচএম দেলওয়ার হোসেন, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ সাংবাদিক তুরাব হত্যায় সুবিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব : আইজিপি মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা স্টল ভাড়া কমানোর দাবিতে সৃজনশীল প্রকাশকদের অনশনের ডাক মহিপালে গণহত্যা : আ’লীগের ৩ নেতা গ্রেফতার মিয়ানমারের রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের

সকল