২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বন্যা দুর্গতদের উদ্ধার ও মানবিক সাহায্যে এগিয়ে আসুন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

- ছবি : নয়া দিগন্ত

আকষ্মিক বন্যায় প্লাবিত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার বন্যাদুর্গত মানুষদের উদ্ধার ও মানবিক সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ.ন.ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘ভারত সরকার তাদের সীমান্তবর্তী বিভিন্ন জলাধারের স্লুইসগেট খুলে দেয়ায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। স্মরণকালের ইতিহাসে এসব জায়গায় এমন ভয়াবহ বন্যা সৃষ্টি হয়নি। আমরা ভারত সরকারের এই ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা নিজেদের স্বার্থে বাঁধ তৈরি করে আজকের দুর্যোগ সৃষ্টি করেছে।’

নেতারা বলেন, ‘এসব জেলার মানুষরা এই বন্যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফলে আকষ্মিক বন্যায় মানুষের ঘর-বাড়ি ডুবে গেছে। পানির তীব্র স্রোতে ভেঙে গেছে রাস্তা-ঘাট, বাঁধ, কালভার্ট-ব্রিজ। বহু ফসলের মাঠ তলিয়ে গেছে। পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এমতাবস্থায় পানিবন্দী মানুষদের উদ্ধারের জন্য সরকারি সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন ও সর্বোপরি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

নেতারা আরো বলেন, ‘বন্যাকবলিত মানুষরা আজ বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব। বন্যা কবলিত এলাকায় যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী, শুকনা খাবার ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইতোমধ্যে দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে একাধিক টিম পাঠিয়েছে। আমরা আশা প্রকাশ করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কবলিত মানুষের বিপদ লাঘব হবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বাউফলের ধানদী কামিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উদযাপন পুঁজিবাজারে অস্থিরতায় রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ইসলাম নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : হাসান সরকার ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১ মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক যুগল গ্রেফতার রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ সাংবাদিক তুরাব হত্যায় সুবিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব : আইজিপি মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা স্টল ভাড়া কমানোর দাবিতে সৃজনশীল প্রকাশকদের অনশনের ডাক মহিপালে গণহত্যা : আ’লীগের ৩ নেতা গ্রেফতার

সকল