জাতীয় প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকসহ ৩ জনের সদস্যপদ বাতিল
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ আগস্ট ২০২৪, ১৯:৩৬, আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১৯:৪৮
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও একজন নির্বাহী সদস্যকে তাদের পদসহ সদস্যপদও বাতিল করা হয়েছে।
চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের বিরুদ্ধে ভূমিকা রাখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা কমিটি।
রোববার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্র গণঅভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়গণ গত ১০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।’
ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
রোববার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
সভায় সভাপতিত্ব করেন সভাপতি হাসান হাফিজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা