১ দফার সমর্থনে প্রেসক্লাবে পেশাজীবীদের সমাবেশ
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ আগস্ট ২০২৪, ১১:৫৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির সমর্থনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। রোববার সকাল ১০টার পর থেকেই এ সমাবেশে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার মানুষ যোগ দিচ্ছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা অধ্যাপক ওবায়দুল হাসান, লুৎফর রহমান, অধ্যক্ষ সেলিম ভুইয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি কবি আব্দুল হাই সিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, অ্যাডভোকেট সাইফুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নানসহ পেশাজীবী নেতারা উপস্থিত রয়েছেন।
সমাবেশটি সঞ্চালনা করছেন বিএফইউজে ও বিএসপিপির মহাসচিব কাদের গণি চৌধুরী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) পেশাজীবীদের সমাবেশ ইতোমধ্যে প্রেসক্লাবের সামনে রাস্তা থেকে দু’দিকে সম্প্রসারিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নিচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা