২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চেষ্টার নতুন কমিটির অভিষেক

চেষ্টার নতুন কমিটির অভিষেক - ছবি : নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি নারী সংগঠন ‘চেষ্টা’-এর নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রওয়া ক্লাবে এই অভিষেকে নতুন কমিটিকে শপথ পাঠ করান বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। এরপর নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করেন এডহক কমিটির আহ্বায়ক ফেরদৌস আরা চৌধুরী।

সংগঠনের সদস্য ও নির্বাচনের এডহক কমিটির আহ্বায়ক ফেরদৌস আরা চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সেনাপ্রধান ও চেষ্টার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) হারুন অর রশীদ বীর প্রতীক, চেষ্টার প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সচিব মো: শাহজাহান আলী মোল্লা এবং নির্বাচন কমিশনার রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা মো: মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক ও রোটারিয়ান সাফিনা রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো: জহুরুল হক, নব নির্বাচিত সভাপতি লায়লা নাজনীন হারুন ও সাধারণ সম্পাদক গুলশান নাসরিন চৌধুরী প্রমুখ।

নতুন কমিটি
সদস্যদের ভোটে পঞ্চম নির্বাচনে সভাপতি হিসেবে পূনঃনির্বাচিত হয়েছেন লায়লা নাজনীন হারুন এবং সাধারণ সম্পাদক গুলশান নাসরিন চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাহানা আহামেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা ফেরদৌস, কোষাধ্যক্ষ শারমিনা খানম রিনা, সাংগঠনিক সম্পাদক কানিজ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা সুলতানা, দফতর সম্পাদক শাকেরা খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিমা জামান। নির্বাহী সদস্যরা হলেন কামরুন নাহার ও জুই চৌধুরী।

প্রতিবছর কমপক্ষে ১০ থেকে ১২ জন বীর কন্যাকে (বীরঙ্গনা) সপরিবারে মৌলিক চাহিদা পূরণ তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করাই চেষ্টার অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশজুড়ে অবহেলায় অনাদরে পড়ে থাকা মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর কন্যাদের খুঁজে বের করে তাদের সংবর্ধনা প্রদানসহ ভবিষ্যতের দায়িত্ব পালনে ‘চেষ্টা’ বদ্ধপরিকর। এককথায় বলতে গেলে, মানবতার কল্যাণে ও সৃষ্টির সেবায় নিয়োজিত সংগঠন ‘চেষ্টা’।


আরো সংবাদ



premium cement
বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী চুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের

সকল