০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৭ সফর ১৪৪৬
`

ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা বানোয়াট খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

- ছবি : প্রতীকী

সময় টিভিতে ‘ছাত্রলীগ কর্মীদের ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা শিবিরের’ শীর্ষক মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে সহিংসতার মাধ্যমে দমন করার আওয়ামী কূটকৌশলের অংশীদার হয়ে সময় টিভি ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। ‘ছাত্রলীগ কর্মীদের ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা শিবিরের’ শিরোনামে যে সংবাদ প্রচার করেছে, তা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। চট্টগ্রামে সংঘটিত ওই ঘটনার সাথে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পৃক্ততা নেই। আমরা সময় টিভির এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা মিডিয়ার সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চট্টগ্রামের মুরাদপুরে সাধারণ ছাত্রদের পূর্বঘোষিত কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী নুরুল আজিম রনির সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। মুখোমুখির একপর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করলে দুই শিক্ষার্থী ও এক পথচারী নিহত এবং অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়।’

নেতারা বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের ন্যায্য আধিকারের আন্দোলন। আন্দোলনে প্রকাশ্যে হামলা করে দোষ অন্যের ওপর চাপানো যুবলীগ-ছাত্রলীগের পুরানো কৌশল। সময় টিভির এমন হাস্যকর সংবাদ জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করি, ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই আওয়ামী অ্যাজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে ইতোমধ্যে পরিচিতি পাওয়া চ্যানেলটি এ মনগড়া সংবাদ পরিবেশন করেছে। যা দেশের কোনো মানুষ বিশ্বাস করে না। আমরা সময় টিভি কর্তৃপক্ষকে এই মিথ্যা সংবাদ প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি।’

নেতারা সময় টিভিকে ছাত্রদের পাশে থাকার এবং সর্বক্ষেত্রে হলুদ সাংবাদিকতা পরিহারেরও আহ্বান জানান। অন্যথায় ছাত্রশিবির জনগণকে সাথে নিয়ে চ্যানেলটি বয়কট করার এবং প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement