০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৭ সফর ১৪৪৬
`

সাংবাদিকদের ওপর হামলা, গভীর উদ্বেগ বিএফইউজে’র

- ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা নিয়ে সৃষ্ট পরিস্থিতির সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। এ ঘটনায় সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক (বিএফইউজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ বলেন, আন্দোলন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত কয়েক দিনে দেশের নানা স্থানে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। গণমাধ্যমের ক্যামেরা-গাড়ি ভাংচুর করা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হামলার শিকার হওয়া কোনোভাবেই সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানাচ্ছি। একই সাথে সাংবাদিক হিসেবে আমরা মনে করি, কোটার যৌক্তিক সমাধানে আন্দোলনকারী, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে এক সাথে কাজ করা উচিৎ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement