সেকান্দর সাফিয়া ফাউন্ডেশনের ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মে ২০২৪, ২২:২১
সেকান্দর সাফিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার ও আবুল কাসেম হায়দার শিক্ষা উন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান’ সম্পন্ন করা হয়েছে।
আবুল কাসেম হায়দার মহিলা কলেজে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অ্যাডভোকেট ওমর ফারুক। বিশেষ আলোচক ছিলেন ডা: জান্নাতুল ফেরদৌস।
এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা আলোচনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিগত এইচএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়ায় ১ জন ছাত্রীসহ চলতি বছরে নির্বাচনী পরীক্ষায় ১ম ও ২য় স্থান অর্জনকারীকে মোট ১০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ হানিফ। শিক্ষা বিস্তারে ড. আবুল কাসেম হায়দারের অসাধারণ অবদানের জন্য সকলে তার ভূয়সী প্রসংসা করেন। বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অব্যাহত থাকলে ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধ হবে এবং মেধা বিকাশের সহায়ক হবে।