স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই : আবেদুর রহমান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মার্চ ২০২৪, ১৯:২৭
বাংলাদেশ কালচার একাডেমির সভাপতি আবেদুর রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।
মঙ্গলবার বাংলাদেশ কালচার একাডেমির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় আবেদুর রহমান আরো বলেন, কবি, সাহিত্যিক ও শিল্পীরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বাংলাদেশ কালচারাল একাডেমি এক্ষেত্রে পাঞ্জেরির ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওস্তাদ তোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাসনাত আব্দুল কাদের, প্রিন্সিপাল সালাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন একাডেমির কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ।