১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি - সংগৃহীত

বাংলাদেশে আইটি প্রফেশনালদের বড় সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি রাজধানীর কাওরানবাজার জনতা টাওয়ারে আইটি সেক্টরের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলাই এই সংগঠনটির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শাহজেব ইবনে হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর এ অ্যান্ড এ কনসাল্টিং এবং অ্যাডভাইজার-বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব।

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাব একটি অলাভজনক সংগঠন। এই ক্লাবের বর্তমান সদস্য ১২ হাজারের বেশি। ক্লাবের লক্ষ্য পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আইটি খাতে দক্ষ জনবল তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনার করে আইটির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে অবদান রাখা।

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ এবং কমিটির অন্যান্য সদস্য সাজ্জাদ হোসেন, মো: আবু রায়হান, মিজানুর রহমান নয়ন, রাজিব হাসান, মুকিদুর রহমান তনয় এবং নাজমুস সাকিব।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement