১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আরএফইডির সভাপতি সায়েম, সম্পাদক হুমায়ূন

আরএফইডির সভাপতি সায়েম, সম্পাদক হুমায়ূন - ছবি : নয়া দিগন্ত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার চিফ রিপোর্টার একরামুল হক সায়েম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো: হুমায়ূন কবীর।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রোববার দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন মিডিয়া সেন্টারে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ৭১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭০জন। সভাপতি পদে একরামুল হক সায়েম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী যুগান্তর পত্রিকার কাজী জেবেল পেয়েছেন ৩১ ভোট। সহসভাপতি পদে ডিবিসি চ্যানেলের কাওসারা চৌধুরী কুমু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার মো: হুমায়ুন কবীর ৩৭ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের একরাম-উদ দৌলা পেয়েছেন ৩১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের মো: আরিফুল ইসলাম ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলা ভিশনের সৈকত সাদিক ২৭ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে এনটিভি অনলাইনের মাসুদ রায়হান পলাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ রিপন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক পদে বিডি২৪ লাইভের মো: মেহেদী হাসান হাসিব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময়ের আলোর শাকিল আহমেদ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফ্রিল্যান্সার এসএম নাঈম পেয়েছেন ২৭ ভোট। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফ্রিল্যান্সার হোমায়রা ফারুকী সর্বোচ্চ ৪৩ ভোট, নিউজ২৪-এর আরেফিন শাকিল ৩৬ ভোট, ডেইলি সানের আ ন ম মুহিবুব জামান ৩৬ ভোট, মানবজমীনের মো: আল আমিন ৩২ ভোট, এসএ টিভির হেদায়েত উল্যাহ সীমান্ত ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অনলাইন খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ইংরেজী দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন আলমগীর।


আরো সংবাদ



premium cement
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি

সকল