সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সকল কালা কানুন বাতিলের দাবি বিএফইউজের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জানুয়ারি ২০২৪, ১৮:২০, আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১৮:২২
বন্ধ মিডিয়া খুলে দেয়া, সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সাগর-রুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সকল কালা কানুন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
তারা বলেন, ‘বর্তমান সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা নেই। মিডিয়ার ওপর অলিখিত সেন্সরশিপ দেয়া হয়েছে। সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার না হওয়ায় এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলছে। গণতন্ত্রকামী মানুষের দাবি উপেক্ষা করে এ সরকার তাদের খেয়াল-খুশি মতো চলছে।’
সোমবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএফইউজে কার্যনির্বাহী পরিষদের সভায় এ দাবি জানান নেতারা।
সভায় বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় উপস্থিতি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি মো: খাইরুল বাশার ও এ কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম, সেক্রেটারি মো: খুরশিদ আলম, বিএফইউজের সহকারী মহাসচিব বাছির জামাল, এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক মো: আবু বকর, প্রচার সম্পাদক মো: শাহজাহান সাজু, নির্বাহী সদস্য মো: মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, মো: আবু হানিফ, ম হামিদুল হক মানিক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এম আইয়ুব আলী ও সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান।
প্রেস বিজ্ঞপ্তি