২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিএফইউজের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার

বিএফইউজের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের নবনির্বাচিত কমিটি আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

এ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদায়ী সভাপতির পক্ষে সিনিয়র সহসভাপতি মোদাব্বের হোসেন নবনির্বাচিত কমিটির সভাপতি রুহুল আমিন গাজীকে ফুল দিয়ে এবং বিদায়ী মহাসচিব নুরুল আমিন রোকন রেজুলেশন খাতা নবনির্বাচিত মহাসচিব কাদের গনি চৌধুরীর কাছে বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি মোদাব্বের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন, মুহাম্মদ খায়রুল বাশার ও একেএম মহসিন, সহকারী মহাসচিব বাছির জামাল, সাদিকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দপ্তর সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, নির্বাহী পরিষদ সদস্য শাহীন হাসনাত, অর্পণা রায়, মুহাম্মদ আবু হানিফ, ম হামিদুল হক মানিক, মির্জা সেলিম রেজা ও আব্দুর রাজ্জাক বাচ্চু, বিদায়ী কমিটির দফতর সম্পাদক তোফায়েল হোসেন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক ইউনিয়ন ফেনির সভাপতি সিদ্দিক আল মামুন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব দুজনই সংগঠনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশের গণমাধ্যম একটি সঙ্কটকাল অতিক্রম করছে। এ সঙ্কট রীতিমতো অস্তিত্বের। এ অবস্থায় আমাদের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করতে হবে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের-বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হয় ।


আরো সংবাদ



premium cement
জুলাই-আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি সূচনা করবে ছাত্রদল ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ রাঙ্গামাটিতে সংঘর্ষ-ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ সাবেক খতিব ফিরে আসাকে ঘিরে বায়তুল মোকাররমে উত্তেজনা আগামী সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে : অধ্যাপক মুজিবুর রহমান মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার বেশি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ বিএনপির কেন দেশে গণপিটুনির ঘটনা ঘটছে, আইনে এর শাস্তি কী? কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ

সকল