২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গ্রেফতার হওয়া শিক্ষকদের পরিবারকে আর্থিক সহযোগিতা ইউট্যাবের

গ্রেফতার হওয়া শিক্ষকদের পরিবারকে আর্থিক সহযোগিতা ইউট্যাবের। - ছবি : সংগৃহীত

গ্রেফতার হওয়া শিক্ষকদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বুধবার গ্রেফতারের হওয়া দুই শিক্ষকের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে ইউট্যাব।

ইউট্যাব’র সভাপতি প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মো: মোর্শেদ হাসান খান এ আর্থিক সহায়তা তুলে দেন ভুক্তভোগী পরিবারগুলো কাছে।

এ বিষয়ে ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মো: মোর্শেদ হাসান খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী কর্তৃক গায়েবি মামলায় গ্রেফতারের শিকার দু’জন শিক্ষকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।

এ সময় অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার (কোষাধ্যক্ষ, ইউট্যাব), অধ্যাপক ড. আবুল হাসনাত মো: শামীম (যুগ্ম মহাসচিব, ইউট্যাব), অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান (যুগ্ম মহাসচিব, ইউট্যাব) উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement