১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার ফ্যামিলি ডে পালিত

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার ফ্যামিলি ডে পালিত। - ছবি : সংগৃহীত

জাঁকজমক, সৌহার্দপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার ফ্যামিলি ডে-২০২৩।

শুক্রবার রাজধানীর সন্নিকটে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এ ফ্যামিলি ডে-র আয়োজন করা হয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো র‍্যাফেল ড্র ও শিশুদের কবিতা আবৃত্তি ও খেলাধুলা।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টাঙ্গাইলের শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য এবং অতিথিসহ প্রায় ২০০ আপনজনের দিনভর উপস্থিতি ছিল খুবই প্রাণবন্ত।

একই সাথে ছিল শিশু-কিশোরদের নানাবিধ খেলাধুলা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠান। সদস্যদের পরিবারের সদস্যদের জন্যও ছিল আনন্দ আয়োজন। আয়োজনে ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও সবার জন্য গিফট হ্যাম্পার। সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর ছিল খাবারের নানা আয়োজন।

সংগঠনের প্রথম ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ফ্যামিলি ডে উদযাপনের দায়িত্বে ছিলেন কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম রতন। যথাসাধ্য চেষ্টার কমতি ছিল না কারো। বর্তমান সভাপতি খান মো: সালেক, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক সভাপতি ও ফ্যামিলি ডে উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক গাফফার মাহমুদ, সাবেক সভাপতি আশরাফ আলী, তালুকদার হারুন, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, জীবন ইসলাম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাখাওয়াত হোসেন বাদশা, উদযাপন কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান ছাড়াও সংগঠনের সিনিয়র নেতাদের মধ্যে এনাম, আছাব, এলিস, আমিরুল ইসলাম অমর, ইসমাঈল আহসান ও অপুসহ সবাই অনেক কষ্ট করেছেন অনুষ্ঠানটি সফল করার জন্য।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল