১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অনেক বেশি’

- ছবি : সংগৃহীত

দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অনেক বেশি বলে মন্তব্য করেছেন স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েটের সাবেক ডিন ইঞ্জিনিয়ার প্রফেসর ড. শামীম জামান বসুনিয়া।

শুক্রবার (৩ মার্চ ২০২৩) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কাউন্সিলিং অডিটোরিয়ামে তৃতীয়বারের মতো ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির (ওয়াইবিএফ) উদ্যোগে ইঞ্জিনিয়ারিং সামিটে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াইবিএফ সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েটের সাবেক ডিন ইঞ্জিনিয়ার প্রফেসর ড. শামীম জামান বসুনিয়া।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামীম জামান বসুনিয়া বলেন, দেশ গঠনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনেক বেশি। সব কিছু উন্নয়নে ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে। আগামী দিনে ইঞ্জিনিয়াররা যত দক্ষতা অর্জন করবে, দেশ তত বেশি উন্নত হবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে ওয়াইবিএফ সভাপতি হুমায়ুন কবির বলেন, এক দিন তোমরা স্বনামধন্য ইঞ্জিনিয়ার হয়ে দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করবে। যেভাবে উজ্জ্বল করেছিলেন বাংলাদেশী ইঞ্জিনিয়ার এফ আর খান। তিনি সবার কাছে দেশ গড়ার জন্য সুনাগরিক হবার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুয়েট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর ফখরুল ইসলাম, ড্যাফোডিল ডীন ও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ার প্রফেসর ড. মো: শামসুল আলম, স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের কো-ফাউন্ডার ইঞ্জিনিয়ার মাহমুদ প্রমুখ।

সামিটে নর্থ সাউথ, ব্র্যাক, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, সোনারগাঁও, সাউথইস্ট, মানরাত, উত্তরা, বিইউবিটিসহ দেশের ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ওয়াইবিএফ ২০০৯ সালে প্রতিষ্ঠিত সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক, ছাত্রকল্যাণ ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ক্যারিয়ার ও লিডারশিপ ডেভেলপমেন্টে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রেস বিজ্ঞপ্তি 


আরো সংবাদ



premium cement
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি

সকল