১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদের আগেই কারাবন্দী আলেমদের মুক্তি দাবি হেফাজতের

হেফাজতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে - ছবি : নয়া দিগন্ত

ঈদের আগেই কারাবন্দী আলেম-উলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আলেম-উলামারা। অনেকে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা আগামী ঈদুল ফিতরের আগেই বন্দী আলেম-উলামাদের মুক্তি চাই।

রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদরাসায় আজ রোববার হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদবী, দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, মহানগর সহ সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা জুবায়ের রশিদ, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার প্রমুখ।

হেফাজত মহাসচিব বলেন, পাঠ্যবইয়ের সমস্যাগুলো নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলাম। সাক্ষাতে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন সমস্যাগুলো সমাধান করা হবে। হেফাজতসহ দেশের সব ইসলামপন্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত দুটি বই প্রত্যাহার করে নেয়ায় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। একইসাথে পাঠ্যপুস্তকে আরো যেসব বিতর্কিত বিষয় রয়েছে, তাও দ্রুত প্রত্যাহার করে নেয়ার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় সংযোজনের সাথে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


আরো সংবাদ



premium cement
মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : আসিফ নজরুল নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে

সকল