১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
শহীদ মিনারে পেশাজীবীদের পুষ্পস্তবক অর্পণ

দেশের মানুষের কথা বলার স্বাধীনতা নেই : ডা.জাহিদ

শহীদ মিনারে পেশাজীবীদের পুষ্পস্তবক অর্পণ - ছবি : নয়া দিগন্ত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) নেতৃবৃন্দ। ভোরে বিএসপিপির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবীরা প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. হারুন আল রশিদ, ডা. আবদুস সালাম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন,ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকন, ডা. রেজোয়ানুর রহমান সোহেল, ডা. নিলুফার ইয়াসমিন, ডা. সাজিদ, সাংবাদিক এসএম রিয়েল রোমান, এমট্যাবের বিপ্লব উজ জামান বিপ্লব, ইঞ্জিনিয়ার আবদূর রশিদ মিয়া,ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার কাউসার কুঠিয়াল,কৃষিবিদ ডা. কবির উদ্দিন, কৃষিবিদ ডা. মোজাম্মেল হক খান সোহেল, কৃষিবিদ ডা. শাহাদাত হোসাইন পারভেজ, কৃষিবিদ রেদোয়ান রিশাদ প্রমুখ।

এ সময় ডা. এজেড এম জাহিদ হোসেন সাংবাদিক বলেন, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয়াবহ চক্রান্ত শুরু করেছে। এরই অংশ হিসেবে ১৯ ফেব্রুয়ারি দৈনিক দিনকাল বন্ধ করে দিয়েছে। এর আগেও অনেক পত্রিকা ও টিভি বন্ধ করে দিয়েছিল তারা। এভাবে এ সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়।

তিনি বলেন, বাকস্বাধীনতা না থাকলে ভাষা থেকেও লাভ হয় না। শুধু ভাষার স্বাধীনতাই নয়, সামগ্রিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে ২১ ফেব্রুয়ারি নতুন করে জাতিকে শপথ নিতে হবে। এ শপথের লক্ষ্য হবে জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা; কথা বলার অধিকার, মুক্তচিন্তার অধিকার ও লেখার অধিকার প্রতিষ্ঠা করা।

কাদের গনি চৌধুরী বলেন, সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই ছিল ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্য, সেসব অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে এবং লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে, ভাষা আন্দোলনের ৭০ বছর পর এবং স্বাধীনতা অর্জনের ৫০ বছর পরও আমাদের বাকস্বাধীনতার জন্য সংগ্রাম করতে হচ্ছে। ২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই যে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। বাংলাদেশে কথা বলার অধিকার, মুক্তচিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করব।


আরো সংবাদ



premium cement
নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সকল