১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো নিশ্চিত হয়নি’

‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো নিশ্চিত হয়নি’ - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যায়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুর রব বলেছেন, ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এলে আমরা আবেগতাড়িত হই, পাঞ্জাবি-পায়জামা পরে বাঙালি সাঁজি, এসব ভণ্ডামি। ভণ্ডামি মুক্ত হয়ে আমাদের সমৃদ্ধ ভাষা বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল একাডেমি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও আল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রফেসর ড. আবদুর রব বলেন, ‘বাংলাদেশের বাংলা ভাষার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এ বৈশিষ্ট্যের সাথে জড়িয়ে আছে ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি; যা পশ্চিমবঙ্গের বাংলা থেকে আলাদা। কিন্তু আমাদের গর্ব বাংলা ভাষা ও সাহিত্য আজ আগ্রাসনের শিকার। এ আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশ কালচারাল একাডেমির মতো সংগঠন আন্তরিকতার সাথে কাজ করছে। এদেশের তরুণদের মাঝে বিশুদ্ধ বাংলা ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রসারে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’

বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়েজীদ মাহমুদ। কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারীর সঞ্চালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন কবি ও গবেষক নাসির হেলাল, কবি শহীদ সিরাজী, কবি ও গীতিকার আমিনুল ইসলাম এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত প্রমুখ।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, গীতিকার, সুরকার ও শিল্পী লিটন হাফিজ চৌধুরী, প্রিন্সিপাল সালাউদ্দিন সুমন, আকরাম মুজাহিদ ও হাসনাত আব্দুল কাদের। কবিতা আবৃত্তি করেন মুস্তাগিছুর রহমান মুস্তাক।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ভাষা শহীদসহ স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবনদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বলেন, ‘একুশ মানে মাথা উঁচু করে বেঁচে থাকার শপথ নেয়ার দিন। অন্যায়-অনাচারের বিরুদ্ধে গর্জে ওঠার শপথের দিন। বাংলাদেশ কালচারাল একাডেমি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনে অবিচল আছে এবং থাকবে।’

ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে দেশের সকল সচেতন কবি-সাহিত্যিক ও শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সভাপতি আবেদুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : আসিফ নজরুল নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে

সকল