জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৩
ঢাকা আইনজীবী সমিতির আসন্ন ২০২৩-২৪ সালের নির্বাচন আগামী ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি পদে মো: খোরশেদ মিয়া আলম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতি ভবনে আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী পরিচিতি সভায় বক্তারা এ আহ্বান জানান।
ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ জসীম উদ্দীন সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী বোরহান উদ্দিন, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, মো: আক্তারুজ্জামান, মোহাম্মদ আলী, মোরশেদ আল মামুন লিটন, হারুন অর রশিদ ভূইয়া, সৈয়দ নজরুল ইসলাম, মোসলে উদ্দিন জসিম, আবুল কালাম খান, আবদুল খালেক মিলন প্রমুখ।
সভায় বক্তারা ঢাকা বারে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জাল ভোট, ব্যালট ছিনতাই, সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই। এছাড়া নির্বাচনের সকল অনিয়ম প্রতিরোধে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।