১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দৈনিক দিনকালের প্রকাশনা বন্ধের নিন্দা ও প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

-

দৈনিক দিনকালের আপিল খারিজ করে পত্রিকা প্রকাশনার পথ রুদ্ধ করে দেয়ায় বিস্ময় প্রকাশ করে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। নেতারা এ ঘটনাকে বিরোধী মত দমনের চূড়ান্ত বহিঃপ্রকাশ অভিহিত করে অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, সাংবাদিকদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে দৈনিক দিনকালে আপিল খারিজ করে দিয়েছে প্রেস কাউন্সিল। আজ সকালে এক আদেশে খারিজ করা হয়। ফলে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল আদেশ বহাল থাকল। বন্ধ হয়ে গেল দিনকালের প্রকাশনা। এর মধ্যে দিয়ে সরকারের তল্পিবাহক হিসেবে প্রেস কাউন্সিলের চরিত্র উন্মোচন হয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, প্রেস কাউন্সিল তাদের আদেশে সাংবাদিক ও কর্মীদের চাকরি বহাল এবং বেতনভাতা প্রদান অব্যাহত রাখার আদেশ দিয়েছে। আইন মেনে পত্রিকা চালাতে বলেছে। অথচ আইন মানছে না জেলা ম্যাজিস্ট্রেট। প্রকাশনা পরিবর্তনের আবেদন ঝুলিয়ে রেখে সেই অজুহাতে ডিক্লেয়ারেশন বাতিল করে।

নেতারা বলেন, একটি পত্রিকা চালু না থাকলে বহু সংখ্যক সাংবাদিক-কর্মচারী বেকার হয়ে যাবে। বর্তমান অর্থনৈতিক দুরবস্থায় এটি বেকার পরিবারের জন্য বজ্রাঘাতের শামিল। তাছাড়া বিভিন্ন কালাকানুন প্রত্যাহার এবং বাক স্বাধীনতার দাবিতে সাংবাদিকদের আন্দোলনকে বিভ্রান্ত করতেই এ অপকৌশল নেয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

সোমবার প্রতিবাদ সমাবেশ
দৈনিক দিনকালের প্রকাশনা বন্ধের প্রতিবাদ এবং অবিলম্বে পত্রিকা প্রকাশনা অব্যাহত রাখার দাবিতে আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : আসিফ নজরুল নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে

সকল