সিজেডএম কিডনি ডায়ালাইসিস সেন্টারকে হোপ-এর অনুদানের চেক হস্তান্তর
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৩
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন সেন্টারকে ‘হোপ সাদাকা ফান্ড’ থেকে অনুদানের চেক হস্তান্তর করেছে হেল্পিং অপসোনিটিজ ফর পিপল’স এনডেভার (হোপ)।
সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্টে সিজেডএম কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন সেন্টার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
গত বুধবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা ও সিজেডএম-এর উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন হোপ-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিজেডএম-এর সিইও সাবেক সচিব ড. মিয়া মোহাম্মাদ আইয়ুব, সাবেক সচিব এম এম নাসির উদ্দিন, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ও সিইও শেখ আজিজ উদ্দিন, সিজেডএম-এর চেয়ারম্যান নিয়াজ রহিম, সেন্টারের পরিচালক প্রফেসর ডা: তৌহিদ হোসাইন, হোপ-এর পরিচালক মাহমুদুল হক রোমান ও আসাদ মাহমুদ।
অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া বলেন, সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত দারিদ্র পীড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই হোপের লক্ষ্য। সিজেডএম-এর এ মানবিক উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে যেকোনো মানবিক উদ্যোগে আমরা পাশে থাকব ইনশাল্লাহ। বিস্তারিত জানতে ভিজিট করুন : www.hopebd.net
প্রেস বিজ্ঞপ্তি