১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাইখুল হাদিস আশরাফ আলীর জীবন শীর্ষক খতমে নবুওয়তের দোয়া মাহফিল

শাইখুল হাদিস আশরাফ আলীর জীবন শীর্ষক খতমে নবুওয়তের দোয়া মাহফিল - ছবি : নয়া দিগন্ত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত যুক্তরাজ্যের সাবেক সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী শিকদারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী।

সভায় সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, রাসূল সা: বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। তবে ৩টি আমল বন্ধ হয় না; ১. সদকায়ে জারিয়া, ২. এমন ইলম-যার দ্বারা উপকৃত হওয়া যায়, ৩. এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। আল্লামা আশরাফ আলী শিকদার রহ: এই তিনটি আমল আমাদের মাঝে রেখে গেছেন। তিনি যুক্তরাজ্যে খতমে নবুওয়তের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমৃত্যু নিষ্ঠার সাথে সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন। তিনি দেশে-বিদেশে অনেক মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। নেক সন্তান হিসেবে ছেলেদের যোগ্য আলেম হিসেবে গড়ে তুলেছেন। তার কর্মময় জীবনে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে শিক্ষা ও ইসলামী চিন্তা-চেতনার আদর্শ।

মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, উম্মাহ দরদী এই রাহবার নিজের কর্মময় জীবনে ইসলামের বহুবিদ খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি আমাদের জন্য তৈরি করে গেছেন আকবির উলামায়ে কেরাম ও দেওবন্দী ধারার অসীম ফুয়ুজ ও বরকতের ধারা। তার মৃত্যুতে উম্মাহর অপূরনণীয় ক্ষতি হয়ে গেলো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আশরাফ আলী শিকদার রহ:-এর ছেলে ব্যারিস্টার মুফতী নুরুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, তাহাফফুজে খতমে নবুওয়তের সহ সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মাহবুবুল হক কাসেমি, মাওলানা ইউনুস ঢালি, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : আসিফ নজরুল নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে

সকল