১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাগর-রুনী হত্যার তদন্তের নামে তামাশা ও প্রহসন বন্ধ করুন : বিএফইউজে সভাপতি

সাগর-রুনী হত্যার তদন্তের নামে তামাশা ও প্রহসন বন্ধ করুন : বিএফইউজে সভাপতি। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, ১১ বছরে সাগর-রুনী হত্যার তদন্ত যে সরকার শেষ করতে পারে না, ওই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। একের পর এক সাংবাদিক খুনের ঘটনায় তদন্তের নামে তামাশা ও প্রহসন বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। সাংবাদিকেরাই তাদের সহকর্মীর খুনীদের খুঁজে বের করবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার গড়াই নদীর তীরে রেনউইক বিনোদন পার্কে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম আবদুল্লাহ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় যেমন সাংবাদিকেরা নিরাপদ নয়, তেমনি নিজের বেডরুমেও সংবাদকর্মীরা নিরাপত্তাহীন। তার প্রমাণ শিশু সন্তানের সামনে সাগর-রুনীর নৃশংস হত্যাকাণ্ড। কর্মস্থলে সাংবাদিক নিরাপদ নয়, তার প্রমাণ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে নিজ অফিস থেকে ডেকে নিয়ে হত্যা। ১৪ বছরে ৫৪ জন সাংবাদিক খুনের দায় সরকার এড়াতে পারে না।

সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আলাউদ্দিন জাকির হোসেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ডাবলু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম-সম্পাদক এম এ জিহাদ, এম শিহাব উদ্দিন, এস এম শাহীন, শাহরিয়ার ইমন প্রমুখ।

বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ বলেন, কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার সাত মাস পার হলেও প্রকৃত খুনিদের ধরা হয়নি। দু’জনকে গ্রেফতারের নামে আইওয়াশ করা হয়েছে। হত্যার ক্লু পাওয়ার দাবি করলেও ক্ষমতাধর খুনিচক্র এখন অধরা।

বিএফইউজে সভাপতি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা ছাড়া সাংবাদিক খুন-নির্যাতন ও গণমাধ্যমে বিরাজমান অস্থিরতার অবসান হবে না, হাজারো সাংবাদিকের দুর্দশা, বেকারত্ব, নিরাপত্তাহীনতা ঘুচবেনা। কোনো সরকারকে ক্ষমতা থেকে নামানো কিংবা কোনো দলকে ক্ষমতায় বসানো সাংবাদিকদের কাজ নয়। কিন্তু গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাংবাদিকেরা বরাবরই লড়াই করেছে। কারণ গণতন্ত্র, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে স্বাধীন সাংবাদিকতা থাকে না। আর স্বাধীন সাংবাদিকতার পরিবেশ না থাকলে সংবাদমাধ্যম ভঙ্গুর হয়ে পড়ে, অরাজকতা বিরাজ করে। বাংলাদেশে এখন সত্যিকারের সাংবাদিকতা অনুপস্থিত।

এম আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর নিষ্ঠুরভাবে নিপীড়ন চালায়। একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটে। এবার আওয়ামী লীগের তিন মেয়াদে সাগর-রুনীসহ ৫৪ জন সাংবাদিক খুন হয়েছে। ২০২২ সালেই পাঁচ সাংবাদিক খুনের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে এক সাংবাদিক খুন ও ১৮ জন সাংবাদিক নিপীড়নের স্বীকার হয়েছেন।

বিএফইউজে সভাপতি গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ সর্বাত্মক আন্দোলনের ওপর জোর দিয়ে বলেন, সাংবাদিক সমাজকে দমন-নিপীড়ন চালিয়ে কোনো স্বৈরাচারী সরকার টিকতে পারেনি। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যেও সাংবাদিকদের সংগ্রাম করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, ‘সাংবাদিক সমাজকে শৃঙ্খলিত করার জন্যে গণমাধ্যমকর্মী আইন, প্রেস কাউন্সিল আইনের সংশোধন, ২৯টি প্রতিষ্ঠানকে তথ্য পরিকাঠামো ঘোষণা করা হয়েছে। অনির্বাচিত সরকার আবার ক্ষমতায় থাকার পায়তারা করছে। ভোটাধিকার ফিরাতে আমরা সংগ্রাম করছি।’

(প্রেস বিজ্ঞপ্তি)


আরো সংবাদ



premium cement