অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫, আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০২
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সভায় অবিলম্বে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের জোরালো দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএফইউজের নির্বাহী পরিষদের ঢাকায় অবস্থানরত সদস্যদের সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক ও সংবাদমাধ্যম-কর্মী আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত সংশোধনীসহ সাংবাদিক ও সংবাদমাধ্যম-কর্মী (চাকরির শর্তাবলী) আইন দ্রুত পাস করার দাবি জানানো হয়। অন্যথায় এ দাবি আদায় সারাদেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) ঘোষিত সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। প্রচার সংখ্যা বাস্তবতা বিবর্জিত বলে সভায় আখ্যায়িত করা হয়।
সভায় অন্যদের বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দফতর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সূত্র : বাসস