১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডুলার সভাপতি খোকন, সম্পাদক জয়নাল

ডুলার সভাপতি খোকন, সম্পাদক জয়নাল - ছবি : নয়া দিগন্ত

ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল' ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) দ্বি-বার্ষিক নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার দিনব্যাপী সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এদিন ৭৩২ জন ভোটারের মধ্যে ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে দেখা গেছে, ২৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আইন সমিতি ও ডুলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। ডুলার বর্তমান সভাপতি ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ১৯৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। আর সম্পাদক পদে অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া।

এ নির্বাচনে সর্বোচ্চ ৩৭১ ভোটে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং ৩৩৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: আনিসুজ্জামান এবং ২৬৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সৌমিত্র সরদার।

ডুলার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন তুহিন। কমিশনের সদস্য হিসেবে ছিলেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হোসেন লিপু, সেলিনা আক্তার ও মানজুর আল মতিন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটরিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দিতাপূর্ণ এই নির্বাচনের ফলাফল রাত ৯টা ৫৫ মিনিটে ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল