১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ঢাকা বার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু

সুষ্ঠ নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের শঙ্কা

ঢাকা কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে সচেতন আইনজীবীরা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নেতারা। - ছবি : নয়া দিগন্ত

ঢাকা মহানগর পি পি আব্দুল্লাহ আবুকে আসন্ন ২০২৩-২০২৪ সালের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করায় সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে না। অনতিবিলম্বে তার নিয়োগ বাতিল করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের দাবি জানিয়েছে ঢাকা বারের সচেতন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে সচেতন আইনজীবীরা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নেতারা এ দাবি জানান।

এতে বলা হয়, আব্দুল্লাহ আবুকে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা প্রধান নির্বাচন কমিশনার মানে না এবং তার পরিচালনায় আসন্ন ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হতে দিবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ঢাকা বারের সাবেক সভাপতি ও আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা খান, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু গত দুটি নির্বাচনে মারাত্মক বিতর্কিত ভূমিকা পালন করা স্বত্ত্বেও এবং আইনজীবীদের প্রবল বাধা ও অনাস্থার পরও তাকে ঢাকা আইনজীবী সমিতির আসন্ন ২০২৩-২০২৪ সনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করা হয়। তার মনোনয়ন বাতিল করে সৎ ও গ্রহনযোগ্য প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নের দাবিতে সচেতন আইনজীবীরা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট, ঢাকা আইনজীবী সমিতিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ, বিভিন্ন চেম্বারে গণ সংযোগ করে আসছে। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর বৃহস্পতিবার আইনজীবীদের গণস্বাক্ষর সম্বলিত একটি স্বারক লিপি প্রদান করে আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল দাবি করে একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নের দাবি করেন।

এতে আরো বলা হয়, ১৩৪ বছরের ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২৮ হাজার। প্রত্যেক বছরই সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদে প্রার্থী নির্বাচন একটি স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হওয়ার ঐতিহ্য বিদ্যামন। কিন্তু ঢাকা আইনজীবী সমিতির বিগত তিনটি নির্বাচনে জালভোট, ব্যালোট ছিনতাই, বুথে ঢুকে ভোটারদেরকে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা, কাস্টিং ভোট থেকে ফলাফলে বেশি ভোট দেখানো এবং ব্যালোটে কমিশনের কোনো কোনো সদস্যদের দ্বারা ভোট কেটে বক্সে ঢুকানোর সাথে প্রধান নির্বাচন কমিশনারসহ তার আস্থাভাজন কিছু কমিশনার সরাসরি জড়িত থাকায় নির্বাচনে নানা ধরনের বিতর্কের জন্ম দিয়েছে এবং নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। সাধারণ আইনজীবীরা নিজেদের ভোট নিজেরা দিতে পারছে না বলেও অভিযোগ করা হয়।


আরো সংবাদ



premium cement