১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাজেটে অর্থ বরাদ্দসহ ইনসাবের ১২ দফা

বাজেটে অর্থ বরাদ্দসহ ইনসাবের ১২ দফা । - ছবি : সংগৃহীত

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নেতৃবৃন্দ আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, পেনশন স্ক্রীম, রেশনিং ব্যবস্থা চালু, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানসহ নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ইনসাবের নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। সমাবেশ শেষে একটি বর্নাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইনসাবের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ইনসাবের কেন্দ্রীয় নেতা মিনহাজ উদ্দিন সেলিম, মিজানুর রহমান বাবুল, সাইফুল ইসলাম খোকন, আলী হোসেন, গোলাম রব্বানী, আজিজুর রহমান আজিজ, শরিফ মিয়া, আমান উল্লাহ আমান, সোহরাব হোসেন, হুমায়ন কবির রেজাসহ জেলা ও থানার নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement