১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ওয়াসা ভবনে সাংবাদিক প্রবেশে বাধা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’

‘ওয়াসা ভবনে সাংবাদিক প্রবেশে বাধা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’ - ফাইল ছবি

রাজধানীর কারওরান বাজারে অবস্থিত ঢাকা ওয়াসা ভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার এ ঘটনা মারাত্মক ঔদ্ধত্যপূর্ণ এবং এটি স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি।

বুধবার বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, ওয়াসার এমডি (ব্যবস্থাপনা পরিচালক) তাকসিম এ খান সংবাদ সম্মেলন করার সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীরা ওয়াসা ভবনে জড়ো হতে থাকেন। কিন্তু ফটকে গেলে অনেকেই বাধার মুখে পড়েন। এ সময় একটি তালিকায় থাকা পছন্দসই কয়েকজন ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এতে ক্ষুব্ধ হন গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিগত সময়েও তাকসিম এ খান পেশাদার সাংবাদিকদের এড়িয়ে বিভিন্ন সভা-সেমিনার ও সংবাদ সম্মেলন করেছেন। এতে প্রতীয়মান হয় যে, ফরমায়েশী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সত্যকে আড়াল করতেই এহেন অপচেষ্টা। তার এহেন আচরণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং কণ্ঠ রোধের শামিল।

নেতৃবৃন্দ বলেন, তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তাকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর বিভিন্ন দুর্নীতি-অনিয়মের তথ্য প্রকাশ পেলেও সেগুলো আমলে নেয়া হয়নি। বরং নীতি-নৈতিকতা জলাঞ্জলি দিয়ে টানা ১৩ বছর তাকে একই পদে বহাল রাখা হয়েছে। আর প্রভাবশালীদের প্রশ্রয় পেয়েই তাকসিম এ খান বেপরোয়া হয়ে ওঠেছেন এবং ধরাকে সরা জ্ঞান করছেন।

বিবৃতিতে সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির প্রত্যাশা করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement