১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক আশিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

-

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিককে (২৭) হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী আশিকুল ইসলাম আশিক ঢাকা থেকে প্রকাশিত `দৈনিক পর্যবেক্ষণ` নামের একটি পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও `ব্রাহ্মণবাড়িয়া সংবাদ` নামে একটি অনলাইনে নিজস্ব প্রতিবেদকের কাজ করতেন। এছাড়া তিনি মানবসেবামূলক বিভিন্ন কাজে জড়িত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন `বাতিঘরের` সক্রিয় সদস্য ছিলেন। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সভা শেষে আরেকটি সভায় যোগদানের উদ্দেশে যাবার পথে হামলার শিকার হন আশিকুল ইসলাম আশিক। দুর্বৃত্তরা প্রকাশ্যে ব্যস্ত সড়কে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আটক হলেও অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

নেতারা বলেন, দিনের বেলায় ব্যস্ত সড়কে এ ধরনের ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির বহিঃপ্রকাশ।

বিবৃতিতে অনতিবিলম্বে সাংবাদিক আশিকের ঘাতকদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement