১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রমিকরা নানামুখী সঙ্কটে : শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, দেশের শ্রমিকেরা নানামুখী সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। সংবিধান প্রদত্ত প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের প্রতিফলন তাদের জীবনে দেখা যায় না। তারা অন্ন, বস্ত্র ও চিকিৎসাসহ নানামুখী সংকটে ধুঁকছে।

মঙ্গলবার রাজধানীর একটি মিলানায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে পানির ফিল্টার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মহানগরী সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য আতাহার আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো: তসলিম। এতে আরো উপস্থিত ছিলেন মহানগরী কার্যকরী সদস্য মোশতাক আহমেদ, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, রিকশা
শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, অহিদুর রহমান প্রমুখ।

গোলাম রব্বানী বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে শ্রমজীবী মানুষের জীবনে কল্যাণ নেমে আসবে। তারা সুখে-শান্তিতে বসবাস করবে। ন্যায্য মজুরিসহ অন্ন, বস্ত্র, চিকিৎসার অধিকার পাবে। আজকে শ্রমিকদের সন্তানরা পড়ালেখা অধিকার থেকে বঞ্চিত। সেদিন তারা পড়ালেখার সুযোগ পাবে। সর্বক্ষেত্রে একটি আদর্শিক পরিবেশ
সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, সেই আদর্শিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। শ্রমিক ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী শ্রমনীতির আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিতে হবে।

এছাড়াও নিম্মোক্ত শাখায় মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষের কর্মসূচি পালিত হয়েছে

খুলনা মহানগরী:
মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষ উপলক্ষে খুলনা মহানগরীর উদ্যোগে শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি আজীজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাস্টার শফিকুল আলম।

মৌলভীবাজার:
মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সুলতান আহমদ চৌধুরী।

নারায়ণগঞ্জ জেলা:
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার।

চট্টগ্রাম জেলা দক্ষিণ:
মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি নুরুল হোসাইন।

চাঁদপুর জেলা:
মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষ উপলক্ষে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা সভাপতি নূর মোহাম্মদ তুহিনের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম ফারুক ইয়াহিয়া।


আরো সংবাদ



premium cement
মাদানী নগর মাদরাসার দু’দিনব্যাপী ইসলাহী জোড় শুরু শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাংলাদেশর এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না : শফিকুল ইসলাম মাসুদ বরগুনায় ইয়াবা ও অর্ধ লাশ টাকাসহ ২ মাদককারবারি আটক চাটমোহরে ভাসমান লাশ উদ্ধার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল : স্বরাষ্ট্র উপদেষ্টা আ’ লীগ দেশে জঞ্জাল রেখে গেছে : অ্যাডভোকেট মোয়াজ্জেম গৌরীপুরে সাবেক এমপিসহ ১৩৬ জনের নামে মামলা, গ্রেফতার ২ গৌরনদীতে কম মূল্যে গরুর গোশত বিক্রি শুরু জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ও সাংবাদিকতার বিকাশে তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই : জামায়াত সেক্রেটারি

সকল