১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজধানীতে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব- এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২২ সেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর দুটি জোনে মোট ৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহত্তর উত্তরা জোনের অধীনে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বাড্ডা জোনের অধীনে মনপুরা স্কুল, হোসেনিয়া মাদরাসা ও উত্তর বাড্ডা কামিল মাদরাসায় পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত সময় সকাল ৯টায় পরীক্ষায় শুরু হয়ে সাড়ে ১১টায় তা শেষ হয়।

সরেজমিন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, সকাল থেকে অবিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীরা স্কুলড্রেস পরে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।

অভিভাবকেরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ধরে রাখতে এবং প্রতিযোগী মানসিকতা বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন খুবই কার্যকরী ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ধারবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করায় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মো: জাকির হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব নানাবিধ কর্মসূচির মধ্যে বৃত্তি প্রকল্প সংস্থাটির অন্যতম একটি কর্মসূচি। আমাদের প্রকল্পগুলো মেধাবী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বড় একটি সাপোর্ট হিসেবে কাজ করে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের বৃত্তি প্রকল্পে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই মহতী উদ্যোগে বরাবরের মতো পাশে থাকার আহ্বান জানাই।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার, উদ্বোধনী ভাষণ দেবেন ড. ইউনূস মাদানী নগর মাদরাসার দু’দিনব্যাপী ইসলাহী জোড় শুরু শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাংলাদেশর এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না : শফিকুল ইসলাম মাসুদ বরগুনায় ইয়াবা ও অর্ধ লাশ টাকাসহ ২ মাদককারবারি আটক চাটমোহরে ভাসমান লাশ উদ্ধার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল : স্বরাষ্ট্র উপদেষ্টা আ’ লীগ দেশে জঞ্জাল রেখে গেছে : অ্যাডভোকেট মোয়াজ্জেম গৌরীপুরে সাবেক এমপিসহ ১৩৬ জনের নামে মামলা, গ্রেফতার ২ গৌরনদীতে কম মূল্যে গরুর গোশত বিক্রি শুরু জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ও সাংবাদিকতার বিকাশে তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ

সকল