১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যুব কল্যাণ পরিষদের বিক্ষোভ

কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যুব কল্যাণ পরিষদের বিক্ষোভ - ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে যুব কল্যাণ পরিষদ।

বুধবার (১২ অক্টোবর) দলটি এ বিক্ষোভ-সমাবেশ করে। এর আগে ১২ রবিউল আউয়াল জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে নাতে রাসূল সা. পরিবেশনের সময় উত্তরার জসিম উদ্দীন সড়ক থেকে গ্রেফতার করা হয় ছয়জন শিল্পীসহ নয়জনকে। ওই ঘটনার প্রতিবাদে গত ১১ এপ্রিল উত্তরায় সিরাত কমিটি শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ, গুলিবর্ষণ ও টিয়ারসেল নিক্ষেপ করে। সেখান থেকে আরো ১৫ জনকে গ্রেফতার করা হয়।

বিক্ষোভ মিছিলটি বাড্ডা কনফিডেন্স টাওয়ার থেকে শুরু হয়। এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুবাস্তু হয়ে মধ্য বাড্ডা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন যুব কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগরীর জয়েন্ট সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ তারেক। উপস্থিত ছিলেন মহানগরীর জয়েন্ট সেক্রেটারি মিজানুর রহমান খান ও সোহেল খান, কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান, ইসমাঈল হোসন, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও জাকির হোসেন প্রমুখ।

সমাবেশে খালেদ সাইফুল্লাহ তারেক বলেন, এক শ্রেণির অতি উৎসাহী পুলিশ সদস্য কর্তৃক নবীপ্রেমিক শিল্পীদের গ্রেফতার, সিরাত কমিটির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও গণগ্রেফতারের বিষয়ে সরকারের রহস্যজনক নিরবতা প্রমাণ করে, এসব ঘটনার সাথে সরকার সংশ্লিষ্টরাই জড়িত। দেশের তৌহিদি জনতা নবীপ্রেমিকদের সাথে এমন গর্হিত ও অন্যায় আচরণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি গত ৯ ও ১১ তারিখে গ্রেফতারদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় দেশের যুবসমাজ সারাদেশেই দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমাদের সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। একইসাথে প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। দেশের হিন্দুসমাজ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সারাদেশেই স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করেছে। কোথাও তাদের বাধা দেয়া হয়নি। কিন্তু ৯০ ভাগ মুসলমানের দেশে সিরাত উদযাপনে বাধা দিয়ে উত্তরা জোনের ডিসি, এডিসি ও ওসি মহসীনসহ এক শ্রেণির বিপথগামী পুলিশ সদস্য মুসলিম উম্মাহর আবেগ ও অনুভূতি, বোধ ও বিশ্বাসে আঘাত দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এসব পুলিশ সদস্যদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সরকারকে তৌহিদি জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, সারাদেশেই এখন দখলের মহোৎসব চলছে। সে ধারাবাহিকতায় মানারাত বিশ্ববিদ্যালয়ে বৈধ ট্রাস্ট ভেঙে দিয়ে অবৈধভাবে নতুন ট্রাস্ট করা হয়েছে। অবৈধ ট্রাস্ট ভেঙে বৈধ ও পূর্ববর্তী ট্রাস্ট পুনর্বহাল রাখতে হবে। অন্যথায় ছাত্র-জনতা অবৈধ দখলদারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রসঙ্গে বলেন, মানারাত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস স্থানান্তরের কথা থাকলেও তা করা হয়নি। বরং বিশ্ববিদ্যালয়ের নামে স্কুল অ্যান্ড কলেজের মাঠ দখলের চেষ্টা করা হচ্ছে। তিনি অবিলম্বে ইউজিসির নির্দেশনা মোতাবেক মানারাত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস স্থানান্তর করে স্কুলের মাঠ স্কুল কর্তৃপক্ষের অনুকূলে ছেড়ে দেয়ার আহবান জানান। অন্যথায় শিক্ষার পরিবেশ বিনষ্টকারী কোনো সিদ্ধান্তই জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে : ফখরুদ্দিন মানিক সিলেটে ২ যুবলীগ নেতা গ্রেফতার কাতার সরকার ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না শ্রীলঙ্কার সংসদ নির্বাচন : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনপিপির জয় দেশকে পরিবর্তন করতে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : মুজিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জাপার সাবেক এমপি টিপু কারাগারে মির্জাপুরে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ৫ দিনের রিমান্ড শুরু আইসিটির চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার ‘জামায়াত বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়’

সকল