১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলেম-ওলামাদের বিক্ষোভে পুলিশের গুলি ও কয়েকজনকে তুলে নেয়ার অভিযোগ

সিরাতুন্নবী সা: উদযাপন কমিটির বিক্ষোভ মিছিল - ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় আলেম-ওলামাদের বিক্ষোভে পুলিশের গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এ সময় পথচারীসহ ১০ থেকে ১৫ জনকে তুলে নেয়ারও অভিযোগ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাতুন্নবী সা: উদযাপন কমিটি এ অভিযোগ করেছে। 

তারা বলেন, ১২ রবিউল আউয়াল সিরাতুন্নবী সা:-এ নাতে রাসূল সা: পরিবেশনায় অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশের বাধাদানসহ নবীপ্রেমিকদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সিরাত উদযাপন কমিটি। মিছিলটি দুপুর ১টা ৪৫ মিনিটে উত্তরার আজমপুর ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউস বিল্ডিংয়ের সামনে এসে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রাফিউল কাদের, মাওলানা আব্দুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আব্দুল হালিম, মাওলানা কুতুব উদ্দিন ও মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

শান্তিপূর্ণ মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশ মিছিলে অংশগ্রহণকারী ইসলামপ্রেমিক জনতা, আলেম-ওলামা এবং পথচারীদের ওপর নির্বিচারে গুলি করে। এতে অর্ধশত আহত হন। সেখান থেকে পুলিশ আলেম-ওলামাসহ ১০ থেকে ১৫ জনকে তুলে নিয়ে যায়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সা: বিশ্বের সর্বকালের ও সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার ইজ্জত ও আজমতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ইসলামী আকিদাহর অংশ। কিন্তু একশ্রেণির অতিউৎসাহী পুলিশ সদস্য উত্তরার জসিম উদ্দীন সড়কে নবী দিবসে নাতে রাসূল সা: পরিবেশনের সময় ছয়জন শিল্পিসহ ৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এতে দেশের তৌহিদী জনতার কলিজায় আঘাত হেনে ক্ষমার আযোগ্য অপরাধ করেছে। দেশের আত্মসচেতন মানুষ পুলিশের এই অন্যায় সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।

বক্তারা অবিলম্বে ৯ ও ১১ অক্টোবর গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় জাতীয় সিরাত উদযাপন কমিটি রাজপথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

তারা বলেন, ‘আমাদের সংবিধানের (১২ঘ) অনুচ্ছেদে ব্যক্তির স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের নিশ্চিয়তা প্রদান করা হয়েছে। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, ইসলামবিদ্বেষীরা ১২ রবিউল আউয়াল পালনে নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে রাজধানীর বনানী, গুলশান ও উত্তরায় জাতীয় সিরাত কমিটির ভ্রাম্যমাণ নাতে রাসূল সা: পরিবেশনায় বাধা প্রদান করা হয়েছে এবং উত্তরায় জসিম উদ্দিন সড়কের ট্রাক থেকে ৯ জনকে তুলে নেয়ার অতিনিন্দনীয় ঘটনাও ঘটানো হয়েছে। বক্তারা এসব ঘটনায় দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলি ও গ্রেফতারের প্রতিবাদ
ইসলামপ্রিয় জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশে পুলিশের গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও ১০ থেকে ১৫ জনকে তুলে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। এছাড়াও গ্রেফতারকৃতদের ১২ ঘণ্টার মধ্যে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন সিরাত কমিটির সহ-সভাপতি মাওলানা সালাহ উদ্দীন আইয়ুবী।

এক বিবৃতিতে মাওলানা আইয়ুবী বলেন, ‘সিরাত উদযাপন কমিটি ১২ রবিউল আউয়াল উপলক্ষে ভ্রাম্যমাণ নাতে রাসূল সা: পরিবেশনার আয়োজন করেছিল। নগরবাসী তা উপভোগ করে বিমোহিত হোন। কিন্তু দুঃখজনক ঘটনা, শিল্পীদের নাতে রাসুল সা: পরিবেশনের সময় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনের নেতৃত্বে ট্রাকের ড্রাইভার, হেলপারসহ ৯ জন শিল্পীকে আটক করে নিয়ে যান। আমরা তাদের কাছে নবীপ্রেমিকদের গায়ে হাত না দেয়ার জন্য অনুরোধ করেছিলাম। তাদেরকে ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও ছাড়া হয়নি। আমরা বলেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে আটককৃতদের ছেড়ে না দিলে আমরা রাজপথে নামবো। মানববন্ধন, সংবাদ সম্মেলন করে আমরা একই অনুরোধ করার পর তারা কর্ণপাত না করায় আজ বিক্ষোভের ডাক দিয়েছিলাম। পরিতাপের বিষয় আজ বিক্ষোভে লাঠিচার্জ, গুলি চালিয়ে অর্ধশত আলেম-ওলামা, ইসলামপ্রিয় জনতাকে আহত করেছে। 

বিবৃতিতে আরো বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপরাধ পথচারীসহ ১০ থেকে ১৫ জন আটক করে নিয়ে গেছে। যা বেআইনি, মানবাধিকারের পরিপন্থী ও নাগরিকের সাংবিধানিক অধিকারের মারাত্মক লঙ্ঘন। তিনি আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তরায় মিছিল থেকে আটকদের নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান। বলেন, অন্যথায় রাজধানীর প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হবে।

জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী সা: উদযাপন জাতীয় কমিটি পরিচালিত ভ্রাম্যমাণ নাতে রাসূল সা: পরিবেশনকালে জসিম উদ্দীন সড়ক থেকে ছয়জন শিল্পিসহ মোট ৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সীরাতুন্নবী সা: উদযাপন জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখা।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সিরাত উদযাপন কমিটির নির্বাহী সদস্য ইব্রাহিম বাহারী, মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট রোকন রেজা।

উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শাহীন হাসনাত ও নির্বাহী সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
‘শেখ হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার শপথ নিতে হবে’ রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক সিলেটে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার চোরাই মাল জব্দ জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে : ফখরুদ্দিন মানিক সিলেটে ২ যুবলীগ নেতা গ্রেফতার কাতার সরকার ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না শ্রীলঙ্কার সংসদ নির্বাচন : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনপিপির জয় দেশকে পরিবর্তন করতে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : মুজিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জাপার সাবেক এমপি টিপু কারাগারে

সকল