১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাতুন্নবী সা: পালনে বাধাসহ গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাতুন্নী সা: পালনে বাধাসহ গ্রেফতারের প্রতিবাদে জাতীয় সিরাত উদযাপন কমিটির সংবাদ সম্মেলন - ছবি : সংগৃহীত

কতিপয় অতি-উৎসাহী পুলিশ কর্তৃক সিরাতুন্নী সা: পালনে অনাকাঙ্ক্ষিত বাধাদানসহ নবী প্রেমিকদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এ সময় গ্রেফতারদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

সোমবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তয়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির উপদেষ্টা ড. মাওলানা হাবিবুর রহমান।

মাওলানা হাবিবুর রহমান বলেন, ১২ রবিউল আউয়াল মুসলিম উম্মাহর ঈমান ও আবেগের এবং অতি গুরুত্বপূর্ণ মর্যাদার দিন। এই দিনে বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মোহাম্মদ সা: দুনিয়াতে আগমন করেন এবং একই দিনে তিনি ওফাতও লাভ করেন। তাই এই দিবসের সাথে ধর্মপ্রাণ মুসলমানের বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতি জড়িত থাকা খুবই স্বাভাবিক। বস্তত, মহানবী হযরত মোহাম্মদ সা: বিশ্বের সর্বযুগের ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই মহামানব সম্পর্কে কালামে পাকের সূরা আল কালামের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।’

এতে বলা হয়, গত ৯ অক্টোবর ছিল আরবি ক্যালেন্ডার মোতাবেক পবিত্র ১২ রবিউল আউয়াল। প্রতি বছরের ন্যায় বাংলাদেশসহ সারা বিশ্বেই যথাযোগ্য মর্যাদায় বিদসটি পালিত হয়েছে। প্রাণপ্রিয় নবী সা:-এর অনুসারিগণ সেমিনার, সিম্পোজিয়াম, সিরাত আলোচনা, দিবসের তাৎপর্য ও গুরুত্ব, রাজপথে শোভাযাত্রা, নাতে রাসূল সা: পরিবেশনসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। এমনকি সরকারের পক্ষ থেকেও এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কিন্তু একশ্রেণির অতি উৎসাহী পুলিশ সদস্য ধর্মপ্রাণ মানুষের এই আবেগকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন।

তারা রাজধানীর বনানী, গুলশান ও উত্তরায় জাতীয় সিরাত কমিটির ভ্রাম্যমাণ নাতে রাসূল সা: পরিবেশনায় অনাকাঙ্ক্ষিতভাবে বাধাদান করেন এবং পুলিশের উত্তরা জোনের ডিসি, এসি ও ওসি সম্পূর্ণ অন্যায়ভাবে উত্তরায় জসিম উদ্দিন সড়কে নাতে রাসূল পরিবেশনরত অবস্থায় ট্রাক থেকে গাজী মনির, আবুল কালাম, রাকিব, আজাদ, আব্দুল হক ও হাসান আলীসহ ৯ জন নবীপ্রেমিককে তুলে নেয়ার মতো নিন্দনীয় ঘটনার অবতারণা করেন। যা মুসলিম উম্মাহর কলিজায় মারাত্মকভাবে আঘাত হেনেছে।
সংবিধান অনুযায়ী সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার স্বীকৃত হলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কেন বিশ্বনবী সা:-এর প্রতি দরূদ পড়তে পারবেন না তা কোনোভাবেই বোধগম্য নয়।

ড. হাবিব বলেন, ‘আমাদের সংবিধানের (২ক) অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সংবিধানের (১২ঘ) অনুচ্ছেদে ব্যক্তির স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের নিশ্চিয়তা প্রদান করা হয়েছে। কিছুদিন আগে এদেশের হিন্দু ধর্মাবলম্বীরা নিবিঘ্নে দূর্গাপূজা পালন করেছেন।’
রাষ্ট্রসহ এদেশের সর্বস্তরের জনগণ তাদেরকে উৎসব পালনে সর্বাত্মক সহায়তা করেছে। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, এবার অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য ১২ রবিউল আউয়াল পালনে নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে রাজধানীর বনানী, গুলশান ও উত্তরায় জাতীয় সিরাত কমিটির ভ্রাম্যমাণ নাতে রাসূল সা: পরিবেশনায় বাধা প্রদান করে। উত্তরায় জসিম উদ্দিন সড়কের ট্রাক থেকে ৯ জনকে তুলে নেয়ার অতিনিন্দনীয় ঘটনাও ঘটানো হয়েছে।

মূলত, নাতে রাসূল সা: পরিবেশনের জন্য গ্রেফতার মুসলামনদের আবেগ ও ধর্মীয় অনুভূতি আঘাত এবং শুধু বেআইনীই নয় বরং ব্যক্তির ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের মারাত্মক লঙ্ঘন। তাই দায়িদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ মামলা করাই সঙ্গত।

পরিশেষে বলা হয়, ‘আমরা অতি উৎসাহী পুলিশ সদস্যদের এই ধরনের উস্কানীমূলক ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আটককৃতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দানের জোর দাবি করছি। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে দায়ি পুলিশ সদস্যদের প্রত্যাহার পূর্বক যথাযথা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তাদের ইন্ধনেই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার অবতারণা করা হয়েছে বলে মনে করা হবে। এছাড়া তৌহিদী জনতা এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদের রাজপথে নেমে আসবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ড. কামরুল হাসান, মাওলানা শামসুল হক নিজামী, মাওলানা আব্দুল হালীম, মাওলালা ডা. আবু তাহের, মাওলানা আইয়ুব আলী ও ইব্রাহীম বাহারী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
‘শেখ হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার শপথ নিতে হবে’ রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক সিলেটে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার চোরাই মাল জব্দ জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে : ফখরুদ্দিন মানিক সিলেটে ২ যুবলীগ নেতা গ্রেফতার কাতার সরকার ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না শ্রীলঙ্কার সংসদ নির্বাচন : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনপিপির জয় দেশকে পরিবর্তন করতে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : মুজিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জাপার সাবেক এমপি টিপু কারাগারে

সকল