১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সভা ১১ অক্টোবর

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সভা ১১ অক্টোবর - ছবি : সংগৃহীত

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের প্রথম সাধারণ সভা আগামী ১১ই অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে (দ্বিতীয় তলায়) এ সভা আহ্বান করা হয়েছে।

সাধারণ সভায় ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠনসহ আনুষ্ঠানিক পথচলার সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গেছে।

গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ফোরামের আহ্বায়ক কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ কুদ্দুসের পরিচালনায় বৈঠকে সাধারণ সভা বাস্তবায়নে নানা কাজ নিয়ে আলোচনা করা হয়। একইসাথে আনুষ্ঠানিকভাবে ফোরামের সদস্যদের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়।

আহ্বায়ক কমিটির এক জরুরি বৈঠকে সাধারণ সভা সামনে রেখে সংগঠনটির জন্য সদস্য আহ্বান করা হয়েছে। জন্মসূত্রে রাজবাড়ী জেলার বাসিন্দা এবং ঢাকায় বিভিন্ন টিভি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ব্যক্তিরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সব শর্ত মেনে আবেদন ফরম পূরণ করতে হবে সদস্য হতে ইচ্ছুকদের।

আগামী ৮ অক্টোবরের মধ্যে সদস্য ফরম জমা দেয়ার জন্য অনুরোধ করেছে আহ্বায়ক কমিটি। পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও কর্মস্থলের আইডি কার্ডের ফটোকপি ফরমের সাথে সংযুক্ত করেত হবে।

সদস্য ফরম সংগ্রহ ও জমাদান এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৬-৭৪৬৮৫৩ (এম এ কুদ্দুস), ০১৯৩৩-৪৪০৪৫৬ (অরণ্য গফুর) ও ০১৯১৩২৬৮৫২৫ (নাহিদুর রহমান হিমেল)-এর নম্বরে।


আরো সংবাদ



premium cement
ইরানের ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ‘শেখ হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার শপথ নিতে হবে’ রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক সিলেটে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার চোরাই মাল জব্দ জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে : ফখরুদ্দিন মানিক সিলেটে ২ যুবলীগ নেতা গ্রেফতার কাতার সরকার ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না শ্রীলঙ্কার সংসদ নির্বাচন : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনপিপির জয়

সকল