১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেপ্টেম্বরেও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বাংলাদেশে : এএসকে

সেপ্টেম্বরেও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বাংলাদেশে : এএসকে - ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের (এএসকে) মাসিক প্রতিবেদনে বাংলাদেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে।

প্রতিবেদনে দেখা যায়, নারী ও শিশুদের বিরুদ্ধে অনেক যৌন সহিংসতা, ধর্ষণের পর হত্যা, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মৃত্যু, রাজনৈতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে।

আইন ও সালিশ কেন্দ্রের সেপ্টেম্বরে প্রকাশিত বুলেটিনে দেখা যায়, এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত গত আট মাসে সারাদেশে ধর্ষণের পর ৩১টি হত্যার ঘটনা ঘটেছে।

বুলেটিনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি নথিভুক্ত পরিসংখ্যানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের নথি প্রস্তুতকারী বিভাগ নয়টি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন ও এর নিজস্ব সূত্রের ভিত্তিতে ফলাফল তুলে ধরেছে।

চলতি বছরের আট মাসে অন্তত ৬৪১ জন নারী যৌন লাঞ্চনার শিকার হয়েছেন। একই সময়ে ধর্ষণের পর সাতটি খুন করার ঘটনাও ঘটেছে।

শিশুদের বিরুদ্ধে ৭৭০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯২টি শিশু যৌন হামলার শিকার হয়েছেন। একই সময়ে ৩৪৭টি শিশুকে হত্যা ও ৯৫টি শিশুকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কমপক্ষে ১৩টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ৩২৪টি হত্যার ঘটনা ঘটেছে গৃহে। যার মধ্যে ১৩৪টি হত্যার ঘটনা নিজ স্বামী দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে আরো বলা হয়, এই সময়ে ৩৪১ রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে চার হাজার ৩৭৯ জন আহত ৫৪ জন মানুষ নিহত হয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব : ধর্ম উপদেষ্টা আইপিএল নিলামে থাকছেন সাকিব-মোস্তাফিজসহ ১২ বাংলাদেশী সাদুল্লাপুরে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফেনীতে ফুলকুঁড়ির সুবর্ণজয়ন্তীতে পুরস্কার পেলো শত শিশু-কিশোর দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ ফেনীতে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতায় ৭০ শিক্ষার্থী পুরস্কৃত ঘূর্ণিঝড় সারার প্রভাবে মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাত ‘অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’ দেশের মালিকানা জনতার হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ : ডা. জাহিদ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৪

সকল