১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইয়েমেনে অপহৃত বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ

ইয়েমেনে অপহৃত বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ - ছবি : সংগৃহীত

ইয়েমেনে প্রায় ছয় মাস আগে অপহৃত বাংলাদেশী জাতিসঙ্ঘ কর্মী সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনামের একটি ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা।

বিশ্বব্যাপী বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য দিয়েছে।

এএফপি জানায়, গত শনিবার ভিডিওটি সামনে আনে বিশ্বব্যাপী উগ্রবাদী গোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত হন এ কে এম সুফিউল আনাম। ইয়েমেনের অ্যাডেনে জাতিসঙ্ঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও তখন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে তিনি জাতিসঙ্ঘের সাথে কাজ করছেন।

জাতিসঙ্ঘের মুখপাত্র এরি কানেকো এএফপিকে জানান, সুফিউলের সাথে অপহরণের শিকার হয়েছেন জাতিসঙ্ঘের আরো চার কর্মী।

সাইট ইন্টেলিজেন্স বলছে, সুফিউল গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা এবং হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন।

ভিডিওতে সুফিউল জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থাগুলোকে অপহরণকারীদের দাবি পূরণে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি ইয়েমেনের ওই অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত একটি গোষ্ঠী নতুন অভিযানের ঘোষণা দেয়। এর এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি প্রকাশ করল আল-কায়েদার ইয়েমেন শাখা।


আরো সংবাদ



premium cement
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আ’লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির নাম বদলে ৩ মাস পরে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক রাজধানীতে দিনেদুপুরে ডাকাতি, মালামালের সাথে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেফতার রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ৫ আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না : ডা. তাহের কুষ্টিয়ার জগতি স্টেশনে ২ ঘন্টা ট্রেন আটকে রাখল স্থানীয়রা ‘বিজয়কে নস্যাৎ ও বিতর্কিত করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আ’লীগ’ বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত : দেলোয়ার হোসাইন কে এই মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড গাজীপুরে নির্ধারিত সময়ের আগেই বেতন পেল টিএনজেড কারখানার শ্রমিকরা

সকল