১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার : ইউট্যাব

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) - ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে গিয়ে গোটা দেশে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ কথা বলেন।

তারা বলেন, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা ও আক্রমণ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বহিঃপ্রকাশ। এই ঘটনার দায়-দায়িত্ব পুরোপুরি সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। দমন করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার ও সরকারি দল সন্ত্রাসী পথ গ্রহণ করেছে। রাজপথ দখলে
রাখতে গিয়ে তারা প্রতিশোধাত্মক রাজনীতির বিস্তার ঘটাচ্ছে। বিরোধীদের দমন করতে গিয়ে দেশকে তারা গভীর অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নেত্রকোণা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলা এবং নারায়ণগঞ্জে যুবদলের নেতা শাওন প্রধানকে হত্যা ও অনেক আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দেয় সংগঠনটি।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সভা-সমাবেশ করা প্রত্যেকটি নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু বিএনপির শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে হামলা ও গুলি চালিয়ে মানুষ হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃতপক্ষে সংবিধান লঙ্ঘন করেছে। এতে প্রমাণিত হয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। তারা অবৈধ পন্থায় আবারো ক্ষমতা ধরে রাখতে বিরোধীদলের ওপর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্যাতন চালাচ্ছে।

ইউট্যাবের নেতৃদ্বয় আইন-শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদী সরকারের বেআইনি নির্দেশ পালনে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রশাসনকে জনগণের সাথে পেশাদার আচরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অন্যথায় জনগণই সমুচিত জবাব দিবে বলে নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করেন।


আরো সংবাদ



premium cement