দেশজুড়ে বন্যার্ত শ্রমজীবীদের শ্রমিক কল্যাণের তরফে পুর্নবাসন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ আগস্ট ২০২২, ২০:১০
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, দুর্যোগকবলিত মানুষদের ত্রাণসামগ্রী বিতরণের চেয়েও তাদের পুর্নবাসন ও কর্মসংস্থান সৃষ্টি করা গুরুত্বপূর্ণ। দুর্যোগকবলিত শ্রমজীবীদের পুর্নবাসন ও কর্মসংস্থান সৃষ্টি করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এটি রাষ্ট্রকেই বাস্তবায়ন করতে হবে।
তিনি বৃহস্পতিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় পুর্নবাসন প্রকল্পের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গত শ্রমজীবীদের জন্য গৃহনিমার্ণের পর উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ সময় তিনি শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ, বসতঘর সংস্কারের জন্য টিন বিতরণ, দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় রিকশাশ্রমিকদের নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের জেলা সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমাদ, সিলেট অঞ্চলের সহকারী পরিচালক ফারুক আহমাদ, সিলেট মহানগর সভাপতি জামিল আহমদ রাজু, সিলেট জেলা উত্তরের সভাপতি ফখরুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি রেজাউল করিম, কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী প্রমুখ।
অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, দুর্যোগকালীন মানুষ যতটা সঙ্কটে থাকে তারচেয়ে বেশি সঙ্কটে পড়ে দুর্যোগ শেষে। দুর্যোগকালীন অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও দুর্যোগ শেষে কেউ খবর নেয় না। অথচ দুর্যোগ শেষে দুর্গত মানুষদের বিপদ আরো বাড়ে। তাদের ঘর-বাড়ি সংস্কার করতে হয়। ফসল হারিয়ে অর্থ উপার্জনের পথ রুদ্ধ হয়ে যায়। এ সময় কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পেরে এসব শ্রমিকরা অনাহারে-অর্ধহারে জীবন অতিবাহিত করে।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা