১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খতমে নবুওয়তের ২৭ আগস্টের সম্মেলন ঢাকায়

খতমে নবুওয়তের ২৭ আগস্টের সম্মেলন ঢাকায় - ছবি : নয়া দিগন্ত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার প্রতিনিধি ও উলামা-মাশায়েখ সম্মেলনের স্থান পরিবর্তন হয়েছে। ওই সম্মেলন রাজধানীর গুলিস্থানে অবস্থিত কাজী বশির মিলনায়তনে আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। এর আগে ঢাকার জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি, শর্ষিনার পীর মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পরই বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে জানায় কর্তৃপক্ষ।

ওই বিবৃতিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ২৭ আগস্টের সম্মেলন হাটহাজারী মাদরাসায় হওয়ার কথা ছিলো। কিন্তু সারাদেশের উলামায়ে কেরামের যাতায়াতের সুবিধার্থে সংগঠনের সভাপতি, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মোহাম্মদ ইয়াহইয়ার অনুমতিক্রমে এবং সারাদেশের প্রতিনিধিদের মতামতের ভিত্ত্বিতে ঢাকায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মহাসচিব আরো বলেন, আলহামদুলিল্লাহ ২৭ তারিখের সম্মেলন বাস্তবায়নের জন্য সারাদেশের প্রায় সকল শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের কাছে দাওয়াতি পয়গাম পৌঁছে গেছে। উক্ত সম্মেলনে দাওয়াতি সকল উলামা মাশায়েখকে যোগদান করে খতমে নবুওয়তের সম্মেলন সফল ও সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা আবুল কালাম, যুগ্ম-মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা এনামুল হক মূসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা আশরাফ মাসরূর, মাওলানা জোবায়ের, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা নোমান আল হুসাইনী, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা আফসার মাহমুদ,মাওলানা যোবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মোর্শেদ বিন নূর, মাওলানা হাফিজ আহমাদ আমিনী, মাওলানা ফরহাদ আলম, মাওলানা ইসমাঈল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
‘অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’ দেশের মালিকানা জনতার হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ : ডা. জাহিদ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৪ বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হারিয়ে যাওয়ার ২৫ বছর পর জাহানারাকে খুঁজে পেল পরিবার এইডসে আক্রান্ত হয়ে প্রতি বছর নাইজেরিয়ায় মারা যাচ্ছে ১৫ হাজার মানুষ দিল্লির পক্ষে নয়, গণঅভ্যুত্থানের পক্ষে সাংবাদিকতা নিশ্চিত করতে হবে : মাহমুদুর রহমান শিক্ষানীতি ও শিক্ষা প্রশাসনে সংস্কার অন্তর্বর্তীর অধ্যাদেশ কি আবশ্যক চাঁদের দূরবর্তী অংশের অজানা তথ্য দিলেন বিজ্ঞানীরা

সকল