মহানবী (সা:) কে কটুক্তি : সুপ্রিম কোর্টে প্রতিবাদ সমাবেশ
- ০৯ জুন ২০২২, ২০:৪৮
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশের আহবায়ক সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ।
গিয়াস উদ্দিন বলেন, এই সরকার ভারতের ওপর নির্ভর করে বিনা ভোটে অবৈধ ভাবে রাষ্ট্র চালাচ্ছে। তাই তারা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। আমরা সুপ্রিম কোর্ট থেকে দাবি জানাচ্ছি, সংসদে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করুন। এই দেশের মানুষের উচিত ভারতের সকল প্রকার পণ্য বর্জন করা।
সংগঠনের প্রধান মুখপাত্র আশরাফ-উজ-জামানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আইনজীবী শাহ আহমেদ বাদল, মনির হোসেন, খালেদ আহমেদ, সুপ্রিম কোর্ট বারের কোষাধ্যক্ষ কামাল হোসেন, সহ সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, মইনুদ্দিন ফারুকী, মাহবুবুর রহমান খান, সাইফুর রহমান, মাহমুদ হাসান, শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস বাদল, আসাদুজ্জামান আনসারি, আব্দুর রাজ্জাক রাজু, রেজাউল করিম, জুলহাস উদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন, নুরে আলম সিদ্দিকি সোহাগ, সুলতান মাহমুদ, মুজাহিদুল ইসলাম প্রমুখ।