কানাইঘাট-জকিগঞ্জে বন্যাদুর্গতদের পাশে জমিয়ত-নেতা
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ মে ২০২২, ২০:৫৭
সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
জেলার কানাইঘাট-জকিগঞ্জের বিপাকে পড়া বানভাসি মানুষের মধ্যে নিজ উদ্যোগের পাশাপাশি কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করছেন তিনি।
এ পর্যন্ত কানাইঘাট ও জকিগঞ্জের কয়েকটি ইউনিয়নে পানিতে আটকে পড়া প্রায় ২০ হাজার মানুষের ঘরে শুকনো খাবার ও বিশুদ্ধ পানিসহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র ও ঘরের আসবাবপত্রও উপহার দেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক। তার ত্রাণ বিতরণ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
ত্রাণ বিতরণ প্রসঙ্গে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, বন্যার সময় আমরা দুর্গত মানুষের সাথে কী আচরণ করি-এটা আল্লাহ তায়ালা পরীক্ষা করেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসলে হায়-হুতাশ নয়; এই সময়ে নিজেকে সংশোধন করে নিতে হয়। পূর্বের গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি তাওবা-ইস্তেগফার পড়তে হয়।
একইসাথে তিনি দেশের বিত্তবানদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।