১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বার কাউন্সিল নির্বাচন ২৫ মে

আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের প্রতিনিধি সভা ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত

- ছবি : নয়া দিগন্ত

আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২-২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের উদ্যোগে এক প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত বৃহস্পতিবার বগুড়ার বারে অনুষ্ঠিত হয়ে। উত্তরবঙ্গের রংপুর বিভাগের আটটি জেলা ও রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জসহ ১২ জেলার সমন্বয়ে জি গ্রুপের এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি মো: আলী আসগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী মুশফিকুর রহমান তুহিন, গোলাম রসুল বকুল, আব্দুল ওয়াহাব সজীব, কে আর খান পাঠান, মো: জিল্লুর রহমানসহ জি গ্রুপের আইনজীবী ফোরামের ১২টি জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক আইনজীবী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যরিস্টার কায়সার কামাল বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ আসনে সাতজন এবং জেলা আসনে সাতজনকে মনোনায়ন দিয়েছে।

তিনি বলেন, দেশে আজ মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতিতে আজকের সমাজ কলুষিত হচ্ছে। দেশের মানুষ মারা যাচ্ছে, তার আত্মীয়-স্বজন বলছেন আমরা বিচার চাই না। কারণ দেশে কোনো বিচার নেই। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী দিনের পর দিন জেলে কাটছে। মানুষের কোনো বাকস্বাধীনতা নেই। সাংবিধানিক অধিকার আজ ভূলুণ্ঠিত। এ অবস্থার উত্তরণের একমাত্র পথ হচ্ছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করার মাধ্যমে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন করা।

অনুষ্ঠারে বক্তব্য রাখেন আ্যডভোকট মাহবুবুর রহমান, আইনজীবী ফোরাম গাইবান্ধা ইউনিটের সভাপতি আব্দুল হালিম, রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক সফি কামাল, সিরাজগঞ্জ ইউনিটের সভাপতি, পাবনা ইউনিটের সভাপতি, জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদকসহ অন্যান্য জেলা ইউনিটের আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো মোজাম্মেল হক।

এবার বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ আসনে বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন।

অঞ্চলভিত্তিক গ্রুপ (এ) ঢাকা অঞ্চলের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া, ময়মনসিংহ টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলের জন্য অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া। চট্টগ্রাম নোয়াখালীর জন্য অ্যাডভোকেট এ এস এন বদরুল আনোয়ার, কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন। খুলনা বরিশাল ও পটুয়াখালীর জন্য অ্যাডভোকেট মোহাম্মদ এনায়েত হোসেন বাচ্চু, রাজশাহী যশোর কুষ্টিয়ার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আহসান। দিনাজপুর বগুড়া রংপুর পাবনা শফিকুল ইসলাম টুকু।

আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement